দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: সিডনি টেস্টের প্রথম দিনশেষে ২ উইকেটে ১৬৬ রান করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে বাকি সবক’টি উইকেট হারিয়ে ৩৩৮ রানে থামে অস্ট্রেলিয়া। ১৩১ রানের দুরন্ত ইনিংস খেলেন স্টিভ স্মিথ।অ্যাডিলেড ও মেলবোর্নে সিরিজের প্রথম দু’টি টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর ছিল ২০০। তবে তৃতীয় টেস্টে দেখা গেল অজি ব্যাটসম্যানদের দাপট। সিরিজে প্রথমবার তিনশো রানের গন্ডি পার করলো অস্ট্রেলিয়া। প্রাক্তন অজি অধিনায়ক স্মিথের দুরন্ত সেঞ্চুরিতে বড় স্কোর পেল টিম পেইনের দল। শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে দারুণ শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান ল্যাবুশেন ও স্মিথ। তবে এদিনও ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়। ১০ ওভার পর বৃষ্টির জন্য বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। এর আগে কোনো উইকেট না হারিয়ে ২২ রান যোগ করে অস্ট্রেলিয়া।বৃষ্টি থামার পর ৬৮.৫ ওভারে তৃতীয় উইকেটে ২০০ রানের গন্ডি টপকায় অজিবাহিনী।
ভারতীয় বোলারদের উপর দাপট দেখাতে থাকেন ল্যাবুশেন ও স্মিথ। তৃতীয় উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে বড় রানের পথে এগিয়ে নেন তারা। এরপর রবীন্দ্র জাদেজার বলে আউট হন ল্যাবুশেন। ৯১ রানে থামে তার ইনিংস। ল্যাবুশেনের বিদায়ের পর স্মিথকে কেউ সঙ্গ দিতে পারেননি। মিচেল স্টার্ক ঝড়ো ২৪ রান করেন।এদিন ভারতের পক্ষে জাসপ্রীত বুমরাহ ২, নবদীপ সাইনি ১, রবীন্দ্র জাদেজা ৪ উইকেট নেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই উইকেটে ৯৬ রান করে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ২৪২ রানে পিছিয়ে আছে রাহানের দল, হাতে আছে ৮ উইকেট।চেতশ্বর পুজারা ৯ ও অজিঙ্কা রাহানে ৫ রানে ব্যাট করছেন। ওপেনার রোহিত শর্মা ২৬ ও শুভমান গিল ৫০ রান করে সাজঘরে ফিরেছেন। অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স একটি করে উইকেট নিয়েছেন।