ফেনীতে বিশ্ব এইডস দিবস পালিত
সংগ্রাম অনলাইন ডেস্ক: ‘সারা বিশ্বের ঐক্য, এইডস প্রতিরোধে সবাই নিব দায়িত্ব’ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে ফেনীতে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে এইডস প্রতিরোধ ও সচেতনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান।
সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেনসহ স্বাস্থ্য ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডিএস/এএইচ