মান্দায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে একজন গ্রেফতার
প্রকাশিত: রবিবার ২২ নবেম্বর ২০২০ | প্রিন্ট সংস্করণ
মান্দা সংবাদদাতা : নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে হেলাল কাজী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হেলাল কাজী উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের লোকমান কাজীর ছেলে। ঘটনায় উপজেলার কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম বাদি হয়ে হেলাল কাজীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার পর বৃহস্পতিবার তাকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।