সোমবার ২৭ মার্চ ২০২৩
Online Edition

কালীগঞ্জে ব্যাংক ম্যানেজারসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের অগ্রণী ব্যাংক কালীগঞ্জ শাখার সাময়িক বরখাস্তকৃত ম্যানেজার শৈলেন বিশ্বাস ও ক্যাশ অফিসার আব্দুস সালামসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের সব স্থল ও বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। ব্যাংকটির সাবেক শাখা ব্যবস্থাপক শৈলেন কুমার বিশ্বাস, অফিসার ক্যাশ আব্দুস সালাম ও অস্থায়ী মাঠ সহকারী আজির আলী জাল কাগজপত্র তৈরি করে মৃত ব্যক্তি, শ্রমিক, ব্যবসায়ী ও প্রবাসীসহ শত শত মানুষের নামে কৃষি ঋণ তুলে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনা সত্য প্রমানিত হওয়ায় তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যাক কর্তৃপক্ষ। এ নিয়ে পত্র-পত্রিকায় তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে তারা ঝিনাইদহের দুজন সাংবাদিকের নামে আদালতে মিথ্যা অভিযোগ দায়ের করে। জানা গেছে, কৃষি ঋণের টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির প্রধান কার্যালয় কঠোর অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শামস-উল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না। সূত্র জানায়, জাল কাগজপত্র তৈরি করে মৃত ব্যক্তি, শ্রমিক, ব্যবসায়ী ও প্রবাসীসহ শত শত মানুষের নামে শৈলেন বিশ্বাস, আব্দুস সালাম ও আজির আলী কৃষি ঋণের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ