শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

গোবিন্দগঞ্জে আশার ম্যানেজারের মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এনজিও প্রতিষ্ঠান ‘আশা’ এর গাইবান্ধা শাখার ম্যানেজার শরীফ আহম্মেদ শক্তি (৪৫) ঢাকাস্থ কেয়ার হাসপাতালে শুক্রবার বিকেলে মারা গেছেন। তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শরীফ আহম্মেদের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গত শুক্রবার শরীফ মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ আসার সময় গোবিন্দগঞ্জ পৌর শহরের বাজাজ শো রুমের নিকটে অপর একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। আহত শরীফকে প্রথমে গোবিন্দগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে সে মারা যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ