গাজীপুরের কাশিমপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে কাশিমপুর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাশিমপুর থানা বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কাশিমপুর থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আকরাম হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, মোঃ এনায়েত হোসেন মোল্লাহ, মোঃ আনোয়ার হোসেন, এস এম সাইফুল ইলাম, কেএম হাফিজুর রহমান রাজু প্রমুখ।