শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

মাগুরায় শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে গাবতলা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন 

মাগুরা সংবাদদাতা : মাগুরায় শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকালে স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে । টুর্নামেন্টে গাবতলা ফুটবল একাডেমী ৩-২ গোলে ডহর সিংরা যুব উন্নয়ন সংঘ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে । তুমুল উত্তেজনাপূর্ণ এ খেলার প্রথমার্ধের ৭ মিনিটে ডহর শিংরা ফুটবল দলের চৌকস খেলোয়াড় পারভেজ প্রথম গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যায়। পরে প্রথমার্ধের ২৬ মিনিটে পাল্টা আক্রমণ করে প্রতিপক্ষ দল গাবতলা ফুটবল দলের মুমিনুর ১টি গোল করে সমতা ফেরায়। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে ডহর শিংরা দলের পারভেজ আরো ১টি গোল করে এগিয়ে নিলেও গাবতলা দলের জুবায়ের ও অনিক আরো ১টি করে গোল করে। নির্ধারিত খেলা শেষে গাবতলা ৩-২ গোলের ব্যবধানে বিজয়ী হয়। গাবতলা ফুটবল দলের ওবাইদুর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করে । 

 

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন। 

অনলাইন আপডেট

আর্কাইভ