এশিয়ান ভলিবল প্রশাসনের মেম্বার হলেন মেয়র আতিক

স্পোর্টস রিপোর্টার: এশিয়াান ভলিবল কনফেডারেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট মো. আতিকুল ইসলাম। গত ৯ নভেম্বর এশিয়ান ভলিবল কনফেডারেশন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শনিবার ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে এই নিয়োগের বিষয়ে এশিয়ান ভলিবল কনফেডারেশনের প্রেসিডেন্ট রিটা সুবোউয়ো পত্র প্রেরণ করেন। এশিয়ান ভলিবল কনফেডারেশন এশিয়ার বিভিন্ন দেশের ভলিবল ও বিচ ভলিবলের উন্নয়নে কাজ করে। উল্লেখ্য ২০১৪ সাল থেকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মেয়র আতিকুল ইসলাম।