দল নিয়ে ‘অসন্তুষ্ট’ ফরচুন বরিশালের অধিনায়ক তামিম

স্পোর্টস রিপোর্টার: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কাগজে কলমে ভালো দল গঠন করতে পারেনি ফরচনু বরিশাল। বোলিংয়ে তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজরা থাকলেও ব্যাটিংয়ে তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব ও ইরফান শুক্কুরকে বাদ দিলে বড় মঞ্চে খেলা বা ম্যাচ জেতানোর মত তেমন কোন ক্রিকেটার নেই। যারাও আছেন বয়সে নিতান্তই তরুণ এবং এমন বড় মঞ্চের জন্য আক্ষরিক অর্থেই অনভিজ্ঞ। তবে ফরচুন বরিশালের নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। প্লেয়ার্স ড্রাফটে ফরচুন বরিশাল ভাল দল গঠন করতে পারেনি বলে মনে করছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। ১৫ লাখ টাকার ‘এ’ গ্রেড থেকে তামিম ইকবালকে দলে নিয়েছে বরিশাল। আর ১ কোটি ১৩ লাখ টাকা খরচ করে নিজেদের ১৬ খেলোয়াড়কে নিয়েছে দলটি। তামিম ছাড়া দলে রয়েছেন তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লবদের মতো তরুণ তারকারা। এর বাইরে তারুণ্যের প্রতিনিধি হিসেবে আছেন তৌহিদ হৃদয়, সাইফ হাসান, সুমন খান, মাহিদুল অঙ্কন, তানভীর ইসলাম, পারভেজ ইমনরা। এই দলে তামিম ছাড়া ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে শুধুমাত্র কামরুম ইসলাম রাব্বি ও সোহরাওয়ার্দি শুভর। যাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশা জাগানিয়া নয়। দলে তারুণ্যের ঝলকানি থাকলেও অভিজ্ঞতার কমতি থাকায় পুরো স্কোয়াড নিয়ে খুব একটা সন্তুষ্ট নন অধিনায়ক তামিম ইকবাল। করোনা পরীক্ষায় সব খেলোয়াড় নেগেটিভ হওয়ায় গতকাল সকাল ৯টা থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে বরিশাল। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে প্লেয়ার্স ড্রাফটে নিজেদের ভুলের কথা বলেছেন তামিম। তামিম বলেন, ‘কোনো সন্দেহ নেই যে, আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। ড্রাফটে কিছু ভুল করেছি দেখেই কথা উঠছে।’ তবে হাল ছেড়ে দিচ্ছেন না বরিশাল অধিনায়ক। তিনি আশায় আছেন কারও কাছ থেকে প্রত্যাশাতীত পারফরম্যান্স পাওয়া। তিনি বলেন,‘একইসঙ্গে এটাও বুঝতে হবে যে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এখন হয়তো আমার দলে এমন কিছু প্লেয়ার আছে, যাদের আমরা কেউ বড় করে দেখছি না। কিন্তু তাদের সবারই দারুণ টুর্নামেন্ট কাটতে পারে। যেকোনো কিছু হতে পারে। আমি তেমন কিছুর আশায়ই থাকব। আপনি প্রেসিডেন্টস কাপে দেখেন। দুই-তিনজন প্লেয়ারকে আমরা কেউ আশা করিনি যে, ওরা এত ভালো খেলবে। পরে কিন্তু তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল। আমি আশা করি, লাইমলাইটের বাইরে থাকা কেউ অমন পারফরম্যান্স করবে।’ প্লেয়ার্স ড্রাফট থেকে গড়া স্কোয়াডে খানিক অসন্তুষ্টি প্রকাশ করলেও, ম্যাচ জেতার পরিকল্পনা ঠিকই সাজানো শুরু করেছেন বরিশাল অধিনায়ক। তার মতে, বর্তমান স্কোয়াড নিয়ে ম্যাচ জিততে হলে স্বাভাবিকের বাইরে গিয়ে ভিন্ন কিছু করতে হবে। তামিম বলেন, ‘আমার যে স্কোয়ডটা আছে, যদি সফল হতে হয়, আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সবসময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে জেতাটা কঠিন হবে। যদি আমরা একটু আউট অব দ্য বক্স চিন্তা করতে পারি, অন্য দলকে সারপ্রাইজ দিতে পারি। তাহলে অবশ্যই সম্ভব হবে। আমি আশা করি যে দুই-তিনজনকে নিয়ে আশা করছি না তারা যদি ভালো খেলতে পারে। অনেক কিছুই হতে পারে।’ এছাড়া আমার নিজের পারফরর্ম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। অধিনায়কত্বের ব্যাপারটা বাদ দেন, আমি যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি তাদের অবশ্যই সেটা অনুপ্রেরণা দেবে। হয়তো বা আমার টুর্নামেন্টে আলাদা আলাদা ভূমিকা পালন করতে হবে।’