দেশে প্রতি ঘণ্টায় নিউমোনিয়ায় মারা যাচ্ছে ৩ শিশু

সংগ্রাম অনলাইন ডেস্ক: দেশে শিশু মৃত্যুর সবচেয়ে বড় কারণ নিউমোনিয়া। প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ৩ শিশু। এদের মধ্যে ৫২ ভাগই মারা যাচ্ছে চিকিৎসা ছাড়া। করোনা থেকে নিউমোনিয়া হওয়ায় তৈরি হয়েছে নতুন উদ্বেগ।
শিশু মৃত্যুহার কমিয়ে বেশ সফলতা দেখিয়েছে বাংলাদেশ। তবে গত কয়েক বছরে এই হার কিছুটা থমকে গেছে।
বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপ বলছে, প্রতি বছর ৫ বছরের কম বয়সী ২৪ হাজার ৩০০ শিশুর মৃত্যু হচ্ছে নিউমোনিয়ায়। দিনে গড়ে মারা যাচ্ছে ৬৭ শিশু।
১৯৮৯ সাল থেকেই দেশে শিশু মৃত্যু প্রধান কারণ নিউমোনিয়া। মোট মৃত্যুর আঠারো ভাগ মারা যায় এই রোগে। তার মধ্যে এক মাসের কম বয়সীদের মৃত্যুর হার বেশি। আর সবচেয়ে বেশি মারা যাচ্ছে এক থেকে ১১ মাসের মধ্যে।
উদ্বেগের বিষয়, এই শিশুদের ৫২ শতাংশই চিকিৎসা ছাড়া বাড়িতেই মারা যাচ্ছে। ৪৫ ভাগ শিশুকে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি। এখনো পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা যায়নি হাসপাতালে।
নিউমোনিয়া কোন জীবাণু দ্বারা হচ্ছে ৫০ শতাংশই এখনো অজানা। প্রতিরোধের কারণ জানা জরুরি, বলছেন চিকিৎসকেরা।
২০১১ সালে পাঁচ বছরের কম বয়সী প্রতি ১ হাজার জীবিত-জন্ম নেওয়া শিশুর মধ্যে ১১ দশমিক ৭ শিশু মারা যেতো নিউমোনিয়ায়। বর্তমানে এই হার ৮ দশমিক ১। ২০২৫ সালের মধ্যে হার তিনে নামিয়ে চায় বাংলাদেশ।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টুয়েন্টি ফোর