নেপাল দলের ৪ ফুটবলার করোনা আক্রান্ত
স্পোর্টস রিপোর্টার : দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ৫ নবেম্বর ঢাকায় আসবে নেপাল ফুটবল দল।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নবেম্বর বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে নেপাল।বৃহস্পতিবার থেকে তাদের অনুশীলনও শুরু হয়েছে। তবে শুরুর দিনেই ধাক্কা খেতে হয় হিমালয়ের দেশটিকে।
প্রাথমিকভাবে ডাক পাওয়া ৩৪ খেলোয়াড়ের মধ্যে করোনা ‘পজেটিভ’ হয়েছেন চারজন। আপাতত আক্রান্তদের আইসোলোশনে পাঠানো হয়েছে। অল নেপাল ফুটবল এসোসিয়েশনের (আনফা) অফিসিয়াল ওয়েবসাইট খবরটি নিশ্চিত করেছে।দলের প্রধান সুইডিশ কোচ ইয়োহান কালিনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কোচ বালগোপাল মহারাজন কোচিংয়ে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালের ১৫ই এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দশরথ স্টেডিয়াম ইতোমধ্যেই ক্ষত কাটিয়ে উঠেছে। দশরথ স্টেডিয়ামে পুনর্নির্মাণের পর বৃহস্পতিবার সেখানে প্রথম প্রস্তুতিতে নামে নেপাল দল। নেপাল ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে বলা হয়, ‘ডাক পাওয়া ৩৪ জন খেলোয়াড়ের মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে।
এদিকে ২৪শে অক্টোবর শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। শুক্রবার অধিনায়ক জামাল ভূঁইয়া ও গতকাল প্রধান কোচ জেমি ডে ক্যাম্পে যোগ দেয়ায় বাংলাদেশ দলের ক্যাম্প পূর্ণতা পেয়েছে। আশার খবর হলো, এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে আগস্টে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য ক্যাম্প শুরু হওয়ার পর ৩৬ সদস্যের মধ্যে ২৪ জন ফুটবলার করোনা পজিটিভ হয়েছিলেন।