রংপুর বিভাগে করোনায় নতুন আক্রান্ত ২৯ মৃত্যু ১
রংপুর অফিসঃ রংপুর বিভাগের ৬ জেলায় গতকাল রোববার সকাল ৮ টা পর্যন্ত নতুন করে ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর জেলায় একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১২ হাজার ৬’শ ৭৯ জন এবং মৃত্যু ২৩১ জনে। এসব জেলা থেকে এ পর্যন্ত ১১ হাজার ৭’শ ‘৫৭ জন রোগী সুস্থ্য হয়েছেন।
জানা গেছে গতকাল পর্যন্ত নতুন করে, দিনাজপুুরে ১৬, ঠাকুরগায়ঁ ৬, কুড়িগ্রামে ৫, নীলফামারীতে ৩, পঞ্চগড়ে ২ এবং গাইবান্ধা জেলায় ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬’শ ৪ জন এবং মৃত্যু বেড়ে হয়েছে ৮১ জনের। রংপুর জেলায় মোট আক্রান্ত ৩ হাজার এবং মৃত্যু হয়েছে ৫২ জনের। গাইবান্ধা জেলায় আক্রান্ত ১ হাজার ২’শ ১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের, নীলফামারী জেলায় আক্রান্ত ১ হাজার ১’শ ৪৯ জনের এবং মৃত্যু হয়েছে ২০, ঠাকুরগাঁও জেলায় আক্রান্ত ১ হাজার ২’শ ২০ জন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের, কুড়িগ্রাম জেলায় আক্রান্ত ৯’শ ৩২ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। লালমনিরহাট জেলায় আক্রান্ত ৮’শ ৯৩ জন মৃত্যু হয়েছে ৯ জনের এবং পঞ্চগড় জেলায় আক্রান্ত ৬’শ ৬৭ এবং মৃত্যু হয়েছে ১৬ জনের।
এদিকে করোনা সন্দেহে রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৭০ জনসহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৮২ হাজার ৩’শ ৫১ জন। একই সময়ে ৪৭ জনসহ মোট ৭৭ হাজার ৭’শ ৭৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।