মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

সমালোচকদের একহাত জিদানের

ইতিহাসের প্রথম দর্শকশূন্য এল ক্লাসিকোয় ঘরের মাঠে হেরেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের কাছে শনিবার ৩-১ গোলে হারের পর কাতালানদের কাঠগড়ায় ভিএআর। অবশ্য সেসব গা-সওয়া হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। গত মৌসুমের শেষটা রিয়ালের কেটেছে ভিএআর সম্পর্কিত নানা ঘটনা নিয়ে। চলতি মৌসুমের শুরুতেও যা চলমান। গত ২৭শে সেপ্টেম্বর রিয়াল বেতিসের বিপক্ষে ভিএআরের সাহায্যে পেনাল্টি পেয়ে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। সেদিন ভিএআর নিয়ে ক্ষোভ দেখান বেতিস কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। শনিবার এল ক্লাসিকোয় বার্সেলোনার বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বার্সোলানা কোচ, খেলোয়াড়রা মেনে নিতে পারেননি রেফারির এমন সিদ্বান্ত। রিয়ালের অবশ্য সেসব নিয়ে ভাবনা নেই। দলটির কোচ জিনেদিন জিদান জানালেন, জয়টা উদযাপনে মনযোগী তার দল। ধুয়ে দিয়েছেন সমালোচকদেরও।সমতায় থাকার সময় মাঠে আধিপত্য বিস্তার করে খেলছিল বার্সেলোনা। ৫৯ মিনিটে জার্সি টেনে সার্জিও রামোসকে বার্সার ফরাসি ডিফেন্ডার ক্লেমো লংলে ডিবক্সে ফেলে দিলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সফল স্পটকিকে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল অধিনায়ক। পরে লুকা মদ্রিচের আরো এক গোলে ৩-১ ব্যবধানে জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে ভিএআর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বার্সা কোচ রোনাল্ড কোম্যান। তবে রিয়াল শিবিরে সেসব নিয়ে ভাবনা নেই। দলটির কোচ জিনেদিন জিদান বলেন, ‘মাঠে কি ঘটেছে রেফারি দেখেছে। সিদ্ধান্তটা তারাই নিয়েছে। আমি কখনই রেফারিং নিয়ে কথা বলি না। এখনও বলবো না। জয়টা আমাদের প্রাপ্য ছিল। বার্সেলোনা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেও আমরা কাজে লাগিয়েছি। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ