আজহার নয় রিজওয়ান বেশ যোগ্য : রমিজ রাজা
স্পোর্টস ডেস্ক : অস্থির পরিস্থিতি বিরাজ করছে পাকিস্তান ক্রিকেটে। মিসবাহ-উল হককে দলের প্রধান নির্বাচকের পদ ছাড়ার পর গুঞ্জন চলছে, আসন্ন নিউজিল্যান্ড সফরের আগেই টেস্ট অধিনায়ক হতে বাদ পড়ছেন আজহার আলি। তার জায়গায় নতুন অধিনায়ক হতে চলেছেন ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। বাবর আজমসহ দলের অন্যান্য সিনিয়র ক্রিকেটারকে রেখে হঠাৎ রিজওয়ানে কেন আগ্রহী পিসিবি? এমন কৌতূহলে জানা গেছে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজার বেশ পছন্দ রিজওয়ানকে। রমিজের পরামর্শেই রিজওয়ানের কাঁধে টেস্ট অধিনায়কত্ব তুলে দিতে চাইছে পিসিবি। এ কথা অবশ্য সরাসরি পাক গণমাধ্যমে স্বীকারও করেছেন এ সাবেক পাক টেস্ট ওপেনার। শুক্রবার দেশটির প্রসিদ্ধ দৈনিক ডনকে দেয়া এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, আইসিসি টেস্ট র্যাংকিংয়ে পাকিস্তানের অবস্থান সপ্তমে। বোঝাই যাচ্ছে দলটির টেস্ট পারফরম্যান্সে কী দৈন্যদশা চলছে। টেস্টে ধুঁকছে পাকিস্তান। এমন অবস্থায় অবশ্যই অধিনায়কত্বে পরিবর্তন আবশ্যক। তাই বর্তমান অধিনায়ক আজহার আলিকে পরিবর্তন করে রিজওয়ানকে এ দায়িত্ব দিলে ভালো হয়। তবে আজহার আলিরও প্রশংসা করেন রমিজ রাজা। তিনি বলেন, আজহার অবশ্যই একজন নিঃস্বার্থ ভদ্রলোক। পাকিস্তান দলে তার অনেক অবদান আছে। এর পর রমিজ বলেন, আজহার আলির অধিনায়কত্বের সমস্যাটি হচ্ছে- সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সে। আমি মনে করি, পাকিস্তান টেস্ট দলে অধিনায়ক পরিবর্তনের এখনই সময়।