মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
Online Edition

দেশে এখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে -ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি সবসময় সনাতনী সম্প্রদায়ের পাশে থাকে। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বেগম খালেদা জিয়ার সময় রোজা, পূজা একসাথে হয়েছে। ক্ষমতাসীনদলের সন্ত্রাসীরা এখন মন্দির ভাংচুর করে। বিশ্বজিৎ দাশকে কুপিয়ে হত্যা করে। মা-বোনদের ধর্ষণ করে। হিন্দুদের সম্পত্তি দখল করে। কিন্তু কোন বিচার হয় না। আইনের শাসন না থাকার কারণে দেশে এখন দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ভিত্তিহীন, মিথ্যা গায়েবী মামলার দ্রুত বিচার হয়। কিন্তু সরকারি দলের চিহ্নিত সন্ত্রাসীদের গণধর্ষণের বিচার হয় না। দুর্নীতিবাজদের দুর্নীতির  কোন বিচার হয় না। তিনি   বুধবার দুপুরে দলীয় কার্যালয় নাসিমন ভবন মাঠে জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪১টি ওয়ার্ডের সনাতনী ভাইবোনদের মাঝে উপহার সামগ্রী বিতারণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আপনারা আমাদের সম্পত্তি নয়, সম্পদ। সনাতনী ভাইবোনদের জন্য দুর্গাপূজা একটি প্রধান ধর্মীয় উৎসব। এবারও উৎসবমুখর পরিবেশে সনাতনী ভাইবোনেরা তাদের দুর্গাউৎসব উদযাপন করবেন। আমরা আপনাদের পাশে আছি থাকবো। প্রতি বছরের ন্যায় এবারও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে কষ্ট করে উপহার সামগ্রী নিতে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ভাইভোনদেরকে আমার ও আমার দলের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দেশের আজ কোন মানুষ ভাল নেই কারণ দুর্নীতি দু:শাসনের রাজত্বে আমরা বসবাস করছি। মামলা-হামলা নির্যাতনে আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। অতীতের যে সকল নির্বাচন এই সরকারের অধীনে হয়েছে এবং বর্তমানে যে সকল উপনির্বাচন হচ্ছে সব নির্বচনই একদলীয় নির্বচনে পরিণত করেছে। জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বিপ্লব চৌধুরী বিল্লুর সভাপতিত্বে এবং সুকান্ত তালুকদার জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,  কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজীব ধর তমাল, আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সদস্য মোহাম্মদ জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা খায়রুজ্জামান জুনু, দিদার হোসেন, যুবদল নেতা মো. লিটন, আসাদুর রহমান টিপু, বক্তব্য রাখেন বাপ্পী দে, সুমন ঘোষ বাদশা, সুব্রত সেন, রূপক মল্লিক, জীবন মিত্র দাশ, দিলীপ মিত্র, জুয়েল আইচ, মিথুন দাশ, সঞ্জয় ধর, রাজীব দত্ত, সাজু দাশ, প্রান্ত বশাক, রানা শীল প্রমুখ নেতৃবৃন্দ।
রিজভী ও টুকুর  রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর রোগমুক্তি কামনায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে  বুধবার  হযরত মিসকিন শাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রুহুল কবির রিজভী ও সুলতান সালাউদ্দিন টুকু সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন জামে মসজিদের খতিব।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাংবাদিক জাহিদুল করিম কচি, এড. এনামুল হক, মাঈন উদ্দিন মাহমুদ, জাফর আহমদ চৌধুরী, ফিরোজ আহমদ, জাহাঙ্গীর হোসাইন, নিজামুল হক চৌধুরী তপন, মোশাররফ হোসেন আকবর ভূঁইয়া, কাজী আলমগীর, এম কে নবী, শফিউল জামান, মো. ইলিয়াছ চৌধুরী, একরাম হোসেন সেলিম, নিজাম উদ্দিন, জাফর মেম্বার, মো. আলমগীর, এম ইলিয়াছ আলী, সাবের সুলতান কাজল, হাজী মো. সাদেক, আবু সুফিয়ান সুজন পাশা, নিজাম উদ্দিন, মাসুদ আলম, জানে আলম,  সেলিম উদ্দিন, একরাম মিয়া, জসিম উদ্দিন চৌধুরী, লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, এম শাহজান শাহিল, সাইফুল ইসলাম তালুকদার, জাসেদ হোসেন জাসু, আইয়ুব মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ