মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

ফরিদপুর সংবাদদাতা : জেলার সদর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ৮। আটক মোঃ ফজলে রাব্বী (২০) ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ঘোড়াদহ গ্রামের মোঃ দেলোয়ার হোসেন এর পুত্র।
র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক দেবাশীষ কর্মকার জানান, ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে ফরিদপুর র‌্যাব-৮। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল জেলার কোতয়ালী থানাধীন ঘোড়াদাহ গ্রামের জনৈক মোঃ দেলোয়ার হোসেন এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় ২৯৫০ (দুই হাজার নয়শত পঁঞ্চাশ) পিস ইয়াবাসহ রাব্বীকে আটক করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ