ফেসবুকের কল্যাণে ঝিনাইগাতীতে পুড়ে যাওয়া মাদরাসার নির্মাণ কাজ শেষে উদ্বোধন
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আগুনে পুড়ে যাওয়া দারুল উলুম ডেফলাই আল আকসা মাদরাসার টিনশেড ঘরের স্থানে আধাপাকা ঘর নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। ১৬ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত সাড়ে আটটায় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ‘শামসউদ্দিন-সুফিয়া হিফজুল কোরআন একাডেমী ভবন’ নামে নির্মিত ভবনটির উদ্বোধন করেন ভবন দাতা ড. জাফর ইবালের মা সুফিয়া ফেরদৌস আরা। এ সময় ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ভবন দাতা ড. জাফর ইকবাল ও তার বোন শামস জেরিন সুরাইয়া ফেরদৌসি।
ফেসবুকের স্ট্যাটাস দেখে নিউজার্সিতে অবস্থিত জার্মানির একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ফার্মা বিভাগের রিচার্ড ও ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক ড. জাফর ইকবাল নামে এক ব্যক্তির আর্থিক সহায়তায় এ নির্মাণ কাজ করা হয়। জাফর ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ থেকে অনার্স ও মার্স্টাস করেন। পরে নিউইয়র্কের লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ওষুধ বিজ্ঞানে ডক্টোরেট ও পরে এমবিএ করেন। বিজ্ঞানী হয়েও তিনি পেশায় একজন ফার্মাস্টিট যিনি নিজের ফার্মেসিতেই অন্যান্য ফার্মাসিস্টদের সাথে কর্মরত রয়েছেন। বিজ্ঞপ্তি।