সবজির বাজার চড়া
রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ী বাজারে ঘুরে দেখা যায় প্রতিটা সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বাজারের খুচরা বিক্রি মূল্য ছিল নিম্নরূপ (প্রতি কেজি) আলু ৪৫ টাকা, মরিচ ২৪০ টাকা, পটল ৫০ টাকা, কচুমুখি ৪০ টাকা , লাউ ১ পিস ৩৫-৪০ টাকা, পেঁয়াজ ৮৫-৯০ টাকা, রসুন ১০০ টাকা, আদা ৯০ টাকা, ধুন্দল ৪০ টাকা, মূলা ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, বেগুন ৬০ টাকা, শশা ৭০ টাকা, গাজর ৮০ টাকা, উচ্ছে ৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, ফুলকপি ১২০ টাকা, কাঁচকলা ১ হালি ২৫ টাকা, মিষ্টি কুমড়া ১ কেজি ৩৫ টাকা, লেবু ১ হালি ১৬-২০টাকা।
করোনা পরিস্থিতির কারণে খেটে মানুষের উপার্জন গেছে কমে এই সময়ে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম এভাবে বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্ট বেড়ে গেছে বহুগুণ।