মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

হোটেল নারী শ্রমিককে ধর্ষণের চেষ্টায় মামলা নেয়নি পুলিশ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে একটি হোটেলের নারী শ্রমিককে ধর্ষণে ব্যর্থ হয়ে পিটিয়ে গুরুতর আহতর ঘটনায় ধামরাই থানায় ওই বখাটেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের হলে বিগত ৫ দিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে ধামরাই থানা পুলিশ মামলাটি রেকর্ড করেনি।
সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসী জানান, কাওয়ালীপাড়া নবগ্রাম বাজারের হোটেল ব্যবসায়ী মোঃ আবেদ আলীর হোটেলের নারী শ্রমিক জিয়াসমিন (১৯) আবেদ আলীর জাঙ্গালিয়াস্থ বাড়িতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই সুযোগে একই গ্রামের সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বদু মিয়া আব্দুস সোবহান নামে ৪ বখাটে ঘরের ভেতর ঢুকে ওই নারী শ্রমিককে জাবরে ধরে ধর্ষণের চেষ্টা করে। ভিকটিম নারী শ্রমিক জিসমিন বাদী হয়ে ধামরাই থানা নারী ও শিশু নিযার্তন দমন আইনে একটি অভিযোগ দায়ের করে। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান উপ-পুলিশ পরিদর্শক (এস আই) আবু সাইদ। এ দিকে ঘটনার ৫ দিন অতিবাহিত হলে ও মামলাটি এখন পর্যন্ত রেকর্ডভুক্ত হয়নি। বাদীকে আসামীরা নানাভাবে হয়রানি করছে ও হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে। বাদী অভিযোগ করে বলেন, আসামীরা প্রভাবশালী হওয়ার কারণে পুলিশকে ম্যানেজ করে ফেলায় আমার মামলাটি রেকর্ড হচ্ছে না।

অনলাইন আপডেট

আর্কাইভ