মঙ্গলবার ২১ মার্চ ২০২৩
Online Edition

বাউফলের দোয়ানির খালের ওপর নির্মিত সেতুটি ভেঙ্গে পড়ে আছে

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রুকুল এলাকায় দোয়ানির খালের উপরের লোহার সেতুটি প্রায় দেড় মাস ধরে ভেঙ্গে পড়ে আছে। এটি নির্মাণ না করায় কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। অনেক ঝুঁকি নিয়ে সেতুটির উপর দিয়ে চলাচল করছেন। 

জানা যায় প্রায় ২০বছর আগে সূর্যমনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ধলা মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সেতুটি নির্মাণ করা হয়। এর পর আর কখনও মেরামত করা হয়নি। এতে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রায় দেড় মাস আগে ধানের বীজবোঝাই টমটম যাওয়ার সময় সেতুটি ভেঙ্গে টমটমটি খালের মধ্যে পড়ে যায়। ইন্দ্রুকুল  গ্রামের আসমা বেগম জানান সম্প্রতি তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। সেতুটি ভেঙ্গে পড়ে থাকায় ভুরা (কলা গাছের ভেলা) বানিয়ে খাল পার হয়ে মেয়েকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়েছে। সেতুটির কাছে একটি কমুনিটি ক্লিনিক রয়েছে। এটি দিয়ে ইন্দ্রুকুল মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রুকুল আকবাড়িয়া আলিম মাদরাসা, মধ্য ইন্দ্রুকুল সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের চার শতাধিক  শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করত। গত বুধবার গিয়ে দেখা যায় সেতুটির উপর দিয়ে শিশুকে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন আকলিমা নামের এক নারী। পারাপারে তাকে সহযোগিতা করছেন আরেক ব্যক্তি। আকলিমা জানান, ভিটামিন খাওয়ানোর জন্য মেয়েকে নিয়ে তিনি ক্লিনিকে যাচ্ছেন। জানতে চাইলে সূর্যমনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন  বলেন বিষয়টি ্উপজেলা প্রকৌশলী ও ইউএনও কে জানিয়েছি। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ