তাড়াশে চাঁদা তুলে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানী গ্রামের চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীর। এ জন্য গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে সেই রাস্তা সংস্কার শুরু করেছেন। সরেজমিনে দেখা গেছে, গ্রামের ৫০-৬০ জন মানুষ দেড়কিলোমিটার রাস্তা সংস্কারে কাজ করছেন। স্থানীয় গ্রামবাসীরা জানান, তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের ধানকুন্ঠি থেকে মাদারজানী গ্রামের মানুষের চলাচলে একমাত্র দেড় কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলার কারণে কাদাযুক্ত হয়ে যাতায়াতে অনুপযোগী পড়ে ছিল। কোন নেতা বা জনপ্রতিনিধিরা খোঁজ খবর নেননা।
তাদের কাছে গ্রামবাসী গিয়ে বার বার ধর্না দিলেও রাস্তাটি সংস্কার হয়নি। তাই গ্রামবাসী মিলে বাড়ি প্রতি চাঁদা তুলে রাস্তাটি ইটের রাবিশ ও মাটি দিয়ে সংস্কার করছে। ওই রাস্তা দিয়ে হাজারো লোকজন উপজেলা সদরে চলাচল করেন। মাদারজানী গ্রামের বাসিন্দা মো. লেবু সরকার ও আবুল বাসার সরকার বলেন, স্কুল-কলেজের ছেলে-মেয়েদের কষ্টের সীমা থাকে না এ রাস্তায় চলাচলে।
এর জন্য নিজেরাই চাঁদা তুলে রাস্তা সংস্কার করছি। এক উদ্যোক্তা আব্দুস সালাম বলেন, বিভিন্ন জনপ্রতিনিধির কাছে অনেক বার রাস্তাটা সংস্কারের দাবি জানানো হয়েছে। কেউ উদ্যোগ নেননি। তাই আমরাই উদ্যোগটা নিয়েছি। গ্রামের ধনী-গরিব সবাই সাধ্যমতো চাঁদা দিচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তাড়াশ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী বাবুল মিয়া বলেন, আমার জানা নেই। কেউ কখনো বলেনি রাস্তার বিষয়ে। খোঁজখবর নিয়ে রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
সিরাজগঞ্জের তাড়াশে দোবিলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামে তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সোলায়মান হোসেন এর সভাপত্বিতে উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো: জামাল মিয়া শোভন, উপজেলা ভাইস-চেয়ারম্যারদ্বয় আনোয়ার হোসেন খান, প্রভাষক মর্জিনা ইসলাম ও মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ।