ইসলামী ব্যাংক ৩৬৬ তম নাঙ্গলকোট শাখা উদ্বোধন
কুমিল্লা অফিস: কুমিল্লার লাঙ্গলকোট উপজেলা সদরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩৬৬তম শাখা আনুষ্ঠানিক ভাবে গত বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মাহবুব-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শামসুল আলম।
বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, পৌর মেয়র আব্দুল মালেক, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, আবুল খায়ের আবু, উপজেলা আ'লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, নাঙ্গলকোট কারিগরি কলেজ অধ্যক্ষ সায়েম মাহবুব, উপজেলা আ'লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, মৌকারা ইউপি চেয়ারম্যান আবু তাহের, বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন প্রমুখ। সমাপনী বক্তব্য রাখেন ব্যাংকের নাঙ্গলকোট শাখা ম্যানেজার আবু নাইম।
এর আগে, প্রধান কার্যালয় থেকে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাঙ্গলকোট শাখা’সহ ৫টি শাখা উদ্বোধন করেন ব্যাংকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনলাইন অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোশাররফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মাহবুব উল আলম। বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানিজিং ডাইরেক্টর মুনিরুল মওলা, কায়সার আলী, ওমর ফারুক খান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মৌকারার পীর মাও: নেছার উদ্দিন ওয়ালীউল্লাহী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংক অফিসার শাহেদ আলম ও মামুনুর রশিদ।