সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ওমর গুল
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান পেসার উমর গুল (৩৬) শেষবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন ২০১৬ সালের সেপ্টেম্বরে। জাতীয় দলে ফেরার কোন সম্ভাবনা তার ছিল না। তারপরও অবসর নেননি। খেলে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। কিন্তু পাকিস্তান ন্যাশনাল টি-২০ লিগ থেকে তার দল বেলুচিস্তান বিদায় নেওয়ার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় বলেছেন উমর গুল।শুক্রবার অবসরের ঘোষণা দিয়ে গুল বলেছেন, ‘দুই দশক আমার ক্লাব, শহর, প্রদেশ এবং দেশের হয়ে বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করা ছিল বড় সম্মানের। ক্রিকেটের প্রতি আমার কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং অঙ্গীকার ছিল। যে কারণে খেলাটা আমি উপভোগ করেছি। ক্যারিয়ারের এই সময়ে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয়েছে, কাজ করেছি। অনেকে আমাকে অসম্ভব সহায়তা করেছে। তাদের সবাইকে ধন্যবাদ।’অবসরের ঘোষণা দিয়ে গুল ভক্তদের ধন্যবাদ দিয়েছেন। তার মতে, তিনি ভক্তদের থেকে ভালো সমর্থন পেয়েছেন। বিশেষ করে ক্যারিয়ারে সময়টা যখন খারাপ গেছে।