পারফম্যান্স দিয়ে দেশের নাম উজ্জ্বল করতে চাই : সালমা
স্পোর্টস রিপোর্টার: আগামী ৪ নবেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে শুরু হবে নারী আইপিএল। এই আসরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন টাইগ্রেস অলরাউন্ডার সালমা খাতুন। টাইগ্রেস টি- টোয়েন্টি দলপতি খেলবেন সুপারনোভাস ট্রেইলবেজাসের হয়ে। আর প্রথম আসরে খেলে নিজের পারফরম্যান্স দিয়েই দেশের নাম উজ্জ্বল করতে চান তিনি। গতকাল শনিবার এমনটাই জানিয়েছেন সালমা খাতুন। তিনি মনে করেন, এই আইপিএলে খেলাটা তার ক্যারিয়ারের জন্য বড় ইতিবাচক দিক। বড় বড় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটাও বড় অর্জন মনে করেন সালমা। সালমা বলেন, জাহানারা প্রথমবার খেলেছে আর দ্বিতীয়বার আমার নাম আসছে। ভালো লাগছে। ক্যারিয়ারের জন্য এটা অবশ্যই ভাল দিক, ওখানে খেলতে গেলে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। অনেক বেশি ক্রিকেটার থাকবে। তাই অনেক কিছু শেখার আছে যেটা আমার ক্যারিয়ারের জন্য হেল্পফুল হবে। তিনি আরও বলেন, একটা বড় আসরে খেলতে চাই বাংলাদেশের হয়ে। অবশ্যই ড্রেসিংরুমে চাইবো সবার সঙ্গে মিলেমিশে থাকতে। আমরা বাংলাদেশ দলের দু’জন যাচ্ছি। যাতে ড্রেসিংরুমে প্রশংসাটাই থাকে, এই জিনিসগুলো শিখে আসতে পারলে আমাদের বাংলাদেশের মেয়েদের জন্য হেল্পফুল হবে।