শুক্রবার ২৪ মার্চ ২০২৩
Online Edition

৭ মাস পর শুরু হচ্ছে মিডিয়া কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার: ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ৪৮ দল নিয়ে মার্চের ১৫ তারিখে শুরু হয়েছিল ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০।’ কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হওয়ার আগেই দেশে উদ্ভুত করোনা পরিস্থিতির কারণে ১৮ মার্চ স্থগিত হয়ে যায় এই টুর্নামেন্ট। তবে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার  থেকে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আবার শুরু হবে এই টুর্নামেন্ট। ২১ অক্টোবর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের এই আসর। এমনটাই জানিয়েছেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। মজিবুর রহমান বলেন, ‘করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট রোববার থেকে আবার মাঠে গড়াবে। এদিন দ্বিতীয় রাউন্ডের তৃতীয়দিনের বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে। মোট ৮টি খেলা হবে এদিন। পরদিন অনুষ্ঠিত হবে তৃতীয় রাউন্ডের খেলা। সেখান থেকে ৮টি দল কোয়ার্টার ফাইনালে যাবে। কোয়ার্টার ফাইনাল হবে ২০ অক্টোবর। আর ২১ অক্টোবর হবে সেমিফাইনাল ও ফাইনাল।

অনলাইন আপডেট

আর্কাইভ