গিনির প্রেসিডেন্ট নির্বাচনের আগে সামরিক-প্রধান নিহত
১৭ অক্টোবর, ডয়চে ভেলে : গিনিতে আজ রোববার অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এর আগেই দেশটিতে উত্তেজনা ছড়িয়েছে। দেশটির সামরিক-প্রধান কর্নেল মামাদি কন্ড সশস্ত্র হামলায় নিহত হয়েছেন। গত শুক্রবার গিনি কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গিনির অন্যতম বড় শহর কিন্ডার সামোরিয়া সেনাক্যাম্পে একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় মারাত্মক আহত হয়েছিলেন মামাদি কণ্ড।
গিনির প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুদিন আগে সামরিক চত্বর এলাকায় একদল দুর্বৃত্ত গুলিবর্ষণ করে। এতে মারাত্মক আহত হন কন্ড। পশ্চিম আফ্রিকার দেশটিতে এক বছরেরও বেশি সময় ধরে অশান্তি সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তেজনাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুজন সাবেক প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে বর্তমান প্রেসিডেন্ট আলফা কন্ড তৃতীয় মেয়াদ ক্ষমতায় আসতে চাইছেন। তা নিয়ে ইতিমধ্যে দেশটিতে বিক্ষোভ ও মারাত্মক সহিংসতা শুরু হয়েছে।