টাইব্রেকারে চেলসিকে হারিয়ে কারাবো কাপের কোয়ার্টারে স্পার্স
দল বদলে এত টাকা ঢেলেও সফলতার মুখ দেখলো না চেলসি। ইংলিশ লিগ কাপের চতুর্থ রাউন্ডে পেনাল্টি শুট আউটে তাদের হারিয়ে দিয়েছে টটেনহাম। নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ ড্রয়ের পর শুট আউটে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পাররা। অবশ্য নির্ধারিত সময়ে দুই দলই ছিল সমানে সমান। প্রথমার্ধে আধিপত্য ছিল শুধু চেলসির। ১৯ মিনিটে নতুন সাইনিং টিমো ভেরনারের গোলে এগিয়ে যায় ব্লুরা। স্পারদের জবাব দিতেও সময় লেগেছে অনেকক্ষণ। তবে এর কারণও ছিল। হ্যামস্ট্রিং ইনজুরিতে খেলতে পারেননি হিয়ুং মিন সন। তার ওপর বেশ কিছু তারকাও শুরুর একাদশে ছিলেন না। পরে অবশ্য হ্যারি কেইন, লুকাস মওরাদের নামাতে বাধ্য হন মরিনহো। ধীরে ধীরে ম্যাচের গতি প্রকৃতি পাল্টানো ম্যাচে টটেনহাম সমতায় ফেরায় ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে। ইন্টারনেট।