রাজশাহী বিভাগে একদিনে শনাক্ত ৯০ মৃত্যু বেড়ে ২৯৩
রাজশাহী অফিস: রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০১ জন।
বুধবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩১ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৯৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১৭ হাজার ২৭৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭০ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য জানান, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীতে ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ৫০ জন ও সিরাজগঞ্জে ৬ জন। কিন্তু এ দিন নওগাঁ ও পাবনায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।