শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

রামগতিতে করোনার উপসর্গ নিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু

রামগতি (লক্ষ্ণীপুর) সংবাদদাতা: লক্ষ্ণীপুরের রামগতিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রবীর কান্তি নাগ (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে তার মৃত্যু হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামো গ্রামে। তিনি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে কনষ্টেবল পদে কর্মরত ছিলেন।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, শরিয়তপুরের মাঝির ঘাট নৌ-পুলিশ ফাঁড়ি থেকে বদলি হয়ে গত সোমবার (২৯ জুন) তিনি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। ওই সময় থেকেই তিনি শ্বাসকষ্ট ও কাঁশিতে ভুগছিলেন। অবস্থার অবনতি ঘটলে বুধবার সকালে তার মৃত্যু হয়।  
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, ওই পুলিশ সদস্য করোনা ভাইরাসের উপসর্গ (শ্বাসকষ্ট ও কাঁশি) নিয়ে মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে। নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ