শুক্রবার ৩১ মার্চ ২০২৩
Online Edition

রংপুরের তারাগঞ্জে ট্রাক উল্টে নিহত ৪; চালকসহ আহত ৫

রংপুর অফিস: রংপুরের তারাগঞ্জ উপজেলায় রড বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ৪ জন শ্রমিক নিহত এবং চালকসহ ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১২টা নাগাদ উপজেলার অনন্তপুর মৌজার কুর্শা ডাঙ্গাপাড়া এলাকায় রড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩৬৬৬৫) চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা ৩ জন শ্রমিক নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে অপর একজনের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন কুর্শা দোলাপাড়া গ্রামের কছিম উদ্দিনের পুত্র আবুবকর (৫০), সমসের আলীর পুত্র ফরহাদ হোসেন (৩৫), কাটগাড়ী গ্রামের কাছুয়া মিয়ার পুত্র খয়রাত হোসেন (৪০) এবং গ্রামের পুড়াতন চৌপথি মন্দির পাড়ার ভেড়া বানিয়ার পুত্র অনিল চন্দ্র (৩৮)। দুর্ঘটনায় আহতরা হচ্ছে, রশিদুল ইসলাম, আইনুল ইসলাম, আমীর আলী, রশিদুল মিয়া এবং ওয়াশিম। আহতদের প্রথমে তারাগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিন্নাত আলী দুর্ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, রড বোঝাই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ২
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় ১ পথচারীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন গ্রামের কুড়ালের ছেলে খাইরুল (৩৫) মটরসাইকেল যোগে রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে আসলে রাস্তার পাশে অবস্থানরত রহনপুর ইউনিয়নের পাথরপূজা গ্রামের মৃত সামির উদ্দিনের ছেলে নাজির হোসেন (৭৫) কে জোরে ধাক্কা দেয়। ফলে মটরসাইকেল আরোহী ও পথচারী মারাত্মকভাবে আহত হলে গোমস্তাপুর ফায়ারসার্ভিস সেখান থেকে তাদের  উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় পথচারী নাজির হোসেন মারা যান ও অবস্থার অবনতি হওয়ায় মটরসাইকেল আরোহীকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোমস্তাপুর থানার এসআই আজিম হোসেন জানান, পরিবারের সম্মতিক্রমে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ