পুলিশ কর্মকর্তাসহ তিন মৃত্যু; থানার ওসি ও চিকিৎসকের পরিবারের ৪ জনই আক্রান্ত
রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস ও উপসর্গে মৃতের সংখ্যা বাড়ছে। গতকাল বুধবার নগরীতে পুলিশের এক এএসআই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও একজন সাবেক ব্যাংক অফিসারের মৃত্যু ঘটেছে। এছাড়া একটি থানার ওসি ও এক পুলিশ সদস্য এবং একজন চিকিৎসকের পরিবারের ৪ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার দুপুর একটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেলা পুলিশের এএসআই আবুল কালাম (৩৪)। তার গ্রামে বাড়ি বগুড়ার শেরপুর থানা বণিক পাড়ায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা পজিটিভ নিয়ে গত ২৪ জুন তাঁকে রাজশাহীর পুলিশ লাইন হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানেই দুপুর একটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের এক ল্যাব সহকারী মো. মাসুম (৪৫) মারা যান। তিনি রাজশাহী নগরীর পাচানির মাঠ এলাকার গাজিউর রহমানের ছেলে। তবে বালিয়াপুকুর এলাকার বাস করতেন। রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মাসুমের করোনার উপসর্গ ছিল। কিন্তু নমুনা পরীক্ষার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুর পর লাশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার পরই বলা যাবে। এদিকে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনায় অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা মীর শওকত আলী (৬৩) মারা যান। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হোসনিগঞ্জ এলাকার মৃত আফসার আলির ছেলে। জানা গেছে, সকাল ৯টা ৫০মিনিটে জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে রামেক হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার রাজশাহীতে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এদিন দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে রাজশাহী মহানগরীর ৫৯ জন, তানোর উপজেলার আটজন এবং চারঘাটের দুইজন। আক্রান্ত অন্য নয়জন নাটোর জেলার বাসিন্দা। নতুন করে ৬৯ জন আক্রান্ত হওয়ায় রাজশাহীতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৬৮ জন। এর মধ্যে মারা গেছেন আটজন। নাটোরে আক্রান্ত রোগী বেড়ে দাঁড়াল ১৭৮ জন।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফা (২৯) ও তার ৪ বছরের শিশুসহ পরিবারের ৪ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রামেক হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে অন্যান্যদের সাথে তাদের ৪ জনের করোনা ধরা পড়ে। বাড়িতে আক্রান্ত অন্যান্য সদস্যরা সুস্থ থাকলেও ডা. রাফা শ্বাসকষ্টে ভুগছেন বলে জানা গেছে। ডা. রাফা রাজশাহী নগরীর নিউমার্কেট এলাকায় বসবাস করেন। বাড়ির অন্যান্য আক্রান্তরা হলেন তার সন্তান আহমদ আলা রাফা (৪), আকলিমা (৭২), ফাতেমা খাতুন (৪৭)। জানা গেছে ডা. রাফার স্বামীও ঢাকায় একটি হাসপাতালের চিকিৎসক। ঢাকায় তিনিও করোনা ওয়ার্ডে ডিউটি করেন। তবে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।