দৈনিক সংগ্রাম অনলাইনে সংবাদ প্রকাশের পর ত্রাণ পেলেন পত্রিকার হকাররা

আব্দুস ছামাদ খান,ভ্রাম্যমান প্রতিনিধি: “আংগোরে কেউ ত্রাণ দেয় না” শিরোনামে রোববার দৈনিক সংগ্রাম অনলাইনে একটি সংবাদ প্রকাশ হওয়ার পর ত্রাণ পেলেন এনায়েতপুর ও বেলকুচির পত্রিকা হকারেরা।
সোমবার সকালে এনায়েতপুর প্রেসক্লাবের সামনে থেকে চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ এনায়েতপুর এলাকার ৭ জন পত্রিকার হকারকে খাদ্য সামগ্রী দিয়েছেন। এসময় উপস্হিত ছিলেন, এনায়েতপুর প্রেসক্লাবের সহ সভাপতি মুক্তার হাসান,সেক্রেটারী রফিক মোল্লা ও কোষাধক্ষ ওহিদুজ্জামান ওহিদ। এছাড়া বয়োবৃদ্ধ হকার আতা চাচাকে খাজা ইউনুস আলী মেডিকেলের কতিপয় ডাক্তার ও কলেজের কিছু শিক্ষার্থী নগদ অর্থ সহায়তা করেছেন। আরও কিছু হৃদয়বান মানুষ আতা চাচার সাথে ইতোমধ্যে যোগাযোগ করেছেন খাদ্যসামগ্রী নিয়ে আসবে বলে।
এদিকে দৈনিক সংগ্রাম অনলাইনে সংবাদ প্রকাশের পর ত্রাণ সামগ্রী নিয়ে বেলকুচির হকারদের পাশে দাঁড়ালেন বেলকুচি উপজেলা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক ফারুক সরকার। তিনি নিজম্ব অর্থায়নে সোমবার দুপুরে বেলকুচি প্রেসক্লাবের সামনে থেকে ১৪ জন পত্রিকা বিক্রেতার হাতে (হকার) ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহরুল ইসলাম, দপ্তর সম্পাদক ভি কে জয়, প্রেসক্লাবের সদস্য এম এ মুছা, পারভেজ আলী, সবুজ সরকার, আব্দুর রাজ্জাক বাবু ও বেলকুচি,চৌহালী ও এনায়েতপুর পত্রিকার এজেন্ট দৌলত মন্ডল প্রমুখ।#
ডিএস/এএইচ