ছড়া

ভাষার মাসে
হাসান মাসুদ
ভাষার মাসে পাখিরা হাসে
হাসে ফুল পাতা,
সেই হাসিতে শিশুরা হাসে
হাসে বই খাতা।
গোলাপ হাসে বকুল হাসে
হাসে চাঁদ তাঁরা,
সকাল বেলায় সূর্য হাসে
হেসে দিশেহারা।
হাসতে গেলে বাসতে গেলে
কি যেন কি ওঠে!
হাসির রেখা মিলিয়ে যায়
দুঃখগুলো ফুটে।
দুঃখগুলো যায় উড়ে যায়
পার হয়ে বন,
ভাষার মাসে হাসি-কান্নায়
ভরে ওঠে মন।
মায়ের ভাষা
ফরিদ সাইদ
ফাগুন এলেই মনে ভাসে
হাত উঁচানো সিন
মনে পড়ে মনের কাচে
চমকানো সেই দিন ।
রঙছড়ানো পথে
চললো আলোর রথে
প্রতিরোধের দেয়াল ভেঙে
এগিয়ে ছিল কারা ?
বুকের তাজা রক্ত ঢেলে
সামনে এলো যারা ।
স্মৃতির মিনার
স্মৃতির মিনার
তোমার কাছে ঋণ
আমার মুখের মায়ের ভাষা
বাজাই সুখের বীণ ।
ইচ্ছেগুলো
মহিউদ্দিন বিন্ জুবায়েদ
ইচ্ছে জাগে অনেক কিছুর
টাট্টু ঘোড়া মনে,
আনমনে তাই অনেক কিছু
ভাবছি ক্ষণে ক্ষণে ।
ইচ্ছেগুলো ম্লান হয়ে যায়
পকেট যখন ফাঁকা,
মন আকাশে দুখের ছবি
কালির নকশা আঁকা।
ইচ্ছেগুলো উড়াল দেয় না
অভাব যখন দোরে,
হাজার সাধের পাখনাগুলো
চারপাশেতে ঘোরে।
ইচ্ছে ডানা ভেঙ্গে গেলে
লুটায় ধূলো মাটি,
স্বপ্ন তখন দুখের সাগর
হারায় পরিপাটি।
বিদায় বেলায় শীত
শিরিন আফরোজ
শীত বলে যাবো যাবো
দাও আমায় ছুটি,
বসন্ত উঁকি দিচ্ছে
মেলে আঁখি দুটি।
শীত বলে দু’মাস ধরে
কষ্ট দিলাম খুব,
বসন্তকে বলবো আমি
দিতে অনেক সুখ।
গরম কাপড় তুলে রাখো
আসবো বছর ঘুরে,
হয়তো আরও কঠিন হবো
দোষ দিও না মোরে।
আবার আসার আগে তোমরা
প্রস্তুত হয়ে থেকো,
দু:খ আমি চাই না দিতে
কথা মনে রেখো।
একুশ আমার
জিল্লুর রহমান পাটোয়ারী
একুশ আমার অহংকার,
একটি গোলাপ ফুল -
একুশ তুমি কান্না হাসির,
মায়ের কানের দুল।
একুশ তুমি আমার মায়ের,
সুখ দুঃখের হাসি -
একুশ তুমি আমার অহং,
তোমাকেই ভালোবাসি।
একুশ তুমি এই বাংলার,
রক্ত ঝরা মাস -
একুশ তুমি সবার মাঝে ,
করেছা বসবাস।
লক্ষ্য আমার
আরিফুল ইসলাম সাকিব
লক্ষ্য আমার বড় হয়ে হব কবি
দেশ ও জাতির কল্যাণেতে হব রবি।
লক্ষ্য আমার দেশদরদি হব নেতা
সদা সময় গরিব-দুখীর বুঝব ব্যথা।
লক্ষ্য আমার জনপ্রিয় বক্তা হব
হক কথাটা বলে সবার হৃদে র'বো।
লক্ষ্য আমার প্রথম শ্রেণির গায়ক হব
সুরের মাঝে দ্বীন প্রচারে মেতে র'বো।
লক্ষ্য আমার জগতখ্যাত লেখক হয়ে
লিখে যাবো হাজার রকম যুলুম সয়ে।