হা সি পা য়
প্রকাশিত: শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট সংস্করণ

# ছোটন প্রতিদিনই স্কুলে দেরি করে আসে। স্যার আজকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন-এাই ছোটন! তুই ডেলি ডেলি এতো দেরি করে আসিস কেনো রে? জানিস না স্কুল শুরু নয়টায়, তুই আসিস সাড়ে নয়টায়, কোনো কোনোদিন দশটায়। কারণ কি রে ?
ছোটন : স্যার আমার কোনো দোষ নাই। স্কুলে আসার পথে একটি সাইনবোর্ডে লেখা দেখলাম ‘ধীরে চলুন, সামনে স্কুল’। আমি তাই ধীরে ধীরে আসি।
সংগ্রহে : আরিফুল ইসলাম, সবুজবাগ, ঢাকা।