ঢাকা, শুক্রবার 31 March 2023, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমযান ১৪৪৪ হিজরী
Online Edition

শাহরুখ-গৌরী'র সন্তানদের ধর্ম কী? 

সংগ্রাম অনলাইন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার শাহরুখ খান নিজেকে মুসলমান এবং তার স্ত্রী গৌরীকে হিন্দু বলে দাবি করলেও তাদের সন্তানরা ধর্মীয় পরিচয় থেকে বঞ্চিত থেকে হয়েছেন শুধুই ভারতীয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে শাহরুখ দাবি করেন, ''আমি মুসলমান, আর আমার স্ত্রী গৌরী হিন্দু। তবে আমার তিন সন্তান শুধুই ভারতীয়।'' 

শাহরুখ জানান, তাঁর বাড়িতে হিন্দু, মুসলিম, কে কোন ধর্মের এসব নিয়ে কোনওদিন চর্চা হয় না। তার কথায়, ''অনেকসময় স্কুলের ফর্মে কোন Religion (ধর্ম) সেটা পূরণ করতে হয়। আমার মেয়ে যখন ছোট, ও আমায় এসে একবার জিজ্ঞাসা করেছিল বাবা আমি কোন ধর্মাবলম্বী? আমি উত্তরে বলি আমরা ভারতীয়, বিশেষ কোনও ধর্মের নই।আর হওয়া উচিতও নয়।''

তার মানে শাহরুখের নিজেরও কোন ধর্ম নেই, তিনি নিজেকে মুসলমান দাবি করলেও আসলে তিনি কোন ধর্মের ধার ধারেন না।তার নিজেকে মুসলমান দাবি আসলে সত্যি নয়!

তবে শাহরুখ তাঁর মন্নত-এ যেভাবে আড়ম্বরের সঙ্গে ইদ সেলিব্রেট হয়, ঠিক সেভাবেই হয় গণেশ চতুর্থীর সেলিব্রেশন।তাহলে তাদের এসবই কি আসলে লোক দেখানো?

সূত্র:জি-নিউজ

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ