বুধবার ২৯ নবেম্বর ২০২৩
Online Edition

আত্রাইয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হলো

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণকালে অভিযান চালিয়ে ঘরগুলো ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিলেন এসিল্যান্ড। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সন্যাসবাড়ী গ্রামে। মঙ্গলবার বিকেলে সন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয় ও মাঠ সংলগ্ন সরকারি জায়গা দখল করে ঐ গ্রামের খনজোর হোসেনের ছেলে আবুল কালাম আজাদ স্থায়ী স্থাপনা নির্মাণ করছেন এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শেদ মিশু অভিযান চালিয়ে নির্মাণাধীন দুটি ঘর ভেঙ্গে গুড়িয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন সার্ভেয়ার জিল্লুর রহমান, গোলাম মোস্তফা, হাটকালুপাড়া ইউনিয়ন ভারপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা মির্জা মো. মিজানুর রহমান এবং আত্রাই থানা পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) আরিফ মুর্শেদ মিশু বলেন, ইতোপূর্বে ঐ জায়গা ঘর নির্মাণের সংবাদ পেয়ে লোক পাঠিয়ে নিষেধ করি। নিষেধ অমান্য করে ঘর নির্মাণ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে জায়গাটি সার্ভে করে সরকারি জায়গা হওয়ায় দুটি ঘর ভেঙ্গে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন এমন ঘটনার পুনরাবৃত্তি হলে তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ