শিশুদের গানে মডেল হলেন বিচারপতি আব্দুর রউফ

'রাসুল বলেন পুণ্য করো জীবন হবে ধন্য শিরোনামের একটি গানে মডেল হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। গীতিকবি নাঈম আল ইসলাম মাহিনের লেখা ও সুরকার মশিউর রহমানের সুরে গানটি গেয়েছেন শিল্পী মিরাদুল মুনীম ও ঢাকার সবুজকুঁড়ি কালচারাল একাডেমির শিশু শিল্পীরা।
গানটি কম্পোজিশন করেছেন জনপ্রিয় মিউজিক কম্পোজার জয়নাল আবেদিন একাত্ত।
তরুণ নির্মাতা এইচ আল-হাদীর পরিচালনায় গানটির দৃশ্যায়ন করা হয়েছে কেরানীগঞ্জের শ্যামলবাংলা রিসোর্টে ও বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ সাহেবের বাসায়। গানটি জনপ্রিয় আইপি টিভি প্যানভিশন টিভির ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে। আশা করি দর্শকদের গানটি ভালো লাগবে।
গানের লিঙ্ক : https://youtu.be/D36DmLbqeQE
-মিরাদুল মুনীম