তিন মাস পর কাশ্মীরে চালু হচ্ছে রেল যোগাযোগ
৭ নভেম্বর, এনডিটিভি : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিন মাসেরও বেশি সময় পর রেল যোগাযোগ শুরু হচ্ছে। বুধবার সরকারি এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, আগামী সোমবার পুনরায় এই রাজ্যের সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে। চলতি বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। ওই দিন থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে কাশ্মির। সেখানকার জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। আটক করা হয়েছে শত শত নেতাকর্মীকে। তখন থেকে উত্তর কাশ্মিরের বারামুল্লা থেকে দক্ষিণ কাশ্মিরের বানিহাল পর্যন্ত রেল যোগাযোগও বন্ধ ছিলো কাশ্মির।