স্বদেশী অনূর্ধ্ব-১৭ মেয়ে ফুটবলারদের রোনালদোর বুট উপহার
পর্তুগালের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবলারদের সবাইকে একজোড়া করে ‘বুট’ উপহার দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২০ সালে সুইডেনে অনুষ্ঠেয় নারী উয়েফা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দারুণ খেলার সুবাদে এমন অনুপ্রেরণাদায়ক উপহার পাঠান এই জুভেন্টাস তারকা। বাছাইপর্বে দুর্দান্ত খেলছে পর্তুগাল। প্রথম ম্যাচে ইসরায়েলকে ৪-১ হারানোর পর লাটভিয়াকেও ৪-০ উড়িয়ে দিয়েছে পর্তুগিজ মেয়েরা। সোমবার পর্তুগালের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। যদিও তার আগেই বাছাই পর্বের পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে পর্তুগালের মেয়েরা। আর এমন খবর পেয়ে যান সিআর সেভেন।ডাচদের মুখোমুখি হওয়ার আগেই অনূর্ধ্ব-১৭ পর্তুগাল নারী দলের শিবিরে রোনালদো উপহারসহ একটি চিঠিও পাঠিয়েছেন। যেখানে ‘মারকিউরিয়াল ড্রিম স্পিড’ ব্র্যান্ডের বুট পরে নিজেই খেলেন রোনালদো। রোনালদো তার দেওয়া চিঠিতে লিখেছেন, ‘মারকিউরিয়াল ড্রিম স্পিড ব্র্যান্ডের বুট তোমাদের আমি পাঠালাম। এই আশায় যে, এই বুট পায়ে তোমরা হয়তো আমার মতো নিজেদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে।ইন্টারনেট