মাদারীপুরে মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদারের মৃত্যু
সংগ্রাম অনলাইন ডেস্ক: শিবচর উপজেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল করিম তালুকদার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
পরিবারের সদস্যরা জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী রবিবার বেলা ১১টায় হাতির বাগান মাঠে জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তারা রেজাউলের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিএস/এএইচ