মঙ্গলবার ১৪ মে ২০২৪
Online Edition

প্রথম ওয়ানডেতে হারল বাংলাদেশ ‘এ’ দল 

স্পোর্টস রিপোর্টার : শ্রীলংকা সফরে প্রথম ওয়ানডে ম্যাচে হারল বাংলাদেশ ‘এ’ দল। গতকাল কলম্বোয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। ৩৩.৩ ওভারে তারা অলআউট হয় ১১৬ রানে। ২৫.৫ ওভারে ৩ উইকেটে ১২০ রান করে জিতে যায় লঙ্কানরা। চতুর্থ ওভারে মোহাম্মদ নাঈম (২) শিরান ফার্নান্ডোর শিকার হন। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেনার সাইফ হাসান এই ধাক্কা সামলে নেন। তাদের ৪৪ রানের জুটি ভেঙে যায় শান্তকে (২৪) চামিকা করুণারত্নে বোল্ড করলে। করুণারত্নে তার দ্বিতীয় শিকার বানান এনামুল হক বিজয়কে (৫)। ৫৯ রানে তৃতীয় উইকেট হারিয়ে শুরু হয় সফরকারীদের ব্যাটিং বিপর্যয়। খণ্ডকালীন বোলার আশান প্রিয়াঞ্জনের অফ স্পিনে ব্যাটসম্যানদের সাজঘরে ফেরার মিছিল বড় হতে থাকে। বাংলাদেশি অধিনায়ক মোহাম্মদ মিঠুন (২১) ও আফিফ হোসেনের (১১) গুরুত্বপূর্ণ উইকেট সহ ৪.৩ ওভারে ১০ রান খরচায় ৪ ব্যাটসম্যানকে ফেরান লঙ্কান অধিনায়ক। ইনিংস সেরা বোলিং করার পথে একটি মেডেন ওভারও ছিল তার। শ্রীলংকার পক্ষে করুণারত্নে ও রমেশ মেন্ডিস নেন দুটি করে উইকেট। স্কোরবোর্ডে ৫১ রান করতেই শ্রীলংকার ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশ উত্তেজনা বাড়ায়। দুর্দান্ত বল করার পর ব্যাট হাতেও সেরা অবদান রাখেন প্রিয়াঞ্জন। ৬২ বলে ৫০ রানে অপরাজিত থেকে দলকে জেতান তিনি। প্রিয়মল পেরেরার সঙ্গে তার অপরাজিত জুটি ছিল ৬৯ রানের। ২৪ রানে খেলছিলেন পেরেরা। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট পান আবু হায়দার রনি, আবু জায়েদ রাহী ও মেহেদী হাসান রানা। সিরিজ ধরে রাখতে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে কলম্বোর এই মাঠে নামবে বাংলাদেশ। দুটি চার দিনের ম্যাচে ড্র্র করে এই সিরিজ শুরু করে দুই দল।

অনলাইন আপডেট

আর্কাইভ