চবির সাবেক শিক্ষকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রোববার রাত সাড়ে দশটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক বকুল চন্দ্র চাকমা জানান, ইতিহাস বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ গত ২২ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। পরে উনাকে আহত অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকায় সিএনজি রিক্সায় শহরে যাওয়ার সময় বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে মারাত্মক আহত হন ড.মোহাম্মদ শাহ।