আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে ২০ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ইন্টারনেট : তালেবান হামলার আশঙ্কার মধ্যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে মাত্র ২০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। বেসরকারি হিসাবের বরাত দিয়ে গত বরিবার এ তথ্য জানান দেশটির এক নির্বাচনি কর্মকর্তা। গত শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের এই নিম্ন উপস্থিতি গোটা নির্বাচন প্রক্রিয়াকেই বিপন্ন করতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। আফগানিস্তানে এবারের নির্বাচনে ৩ কোটি ৫০ লাখ নাগরিকের মধ্যে ৯৬ লাখ নাগরিক ভোটার হয়েছিলেন। তার মধ্যে মাত্র ২০ লাখ ভোটার নির্বাচনে ভোট দিয়ে তাদের মত প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, ৫ জনের মধ্যে মাত্র একজন ভোটার ব্যালট বাক্সে তার ভোট দিয়েছেন।
আফগান স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) জানিয়েছে, ভোটকেন্দ্রে আসা ভোটারদের এক-তৃতীয়াংশ ছিল নারী ভোটার।