চীনে শিল্প কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৯
৩০ সেপ্টেম্বর, ইন্টারনেট : চীনের পূর্বাঞ্চলীয় জিনঝিয়াং প্রদেশে একটি শিল্প কারখানায় আগুন লেগে ১৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও তিনজন। প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, গত রবিবার নিনজাই গ্রামের ওই কারখানার আগুন লাগার তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। স্থানীয় সরকারের কর্মকর্তা জানিয়েছেন, দ্য রিকি ডেইলি ন্যাচেসিটিজ কোম্পানির মালিকানাধীন ওই কারখানার লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ। নিনজাই কর্তৃপক্ষ জানায়, ওই কারখানা থেকে উদ্ধার আট ব্যক্তির মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।