খুলনা মহানগরী থেকে তিনবছর নিখোঁজ ছেলেকে ফিরে পেতে অসহায় পিতার আর্তনাদ
খুলনা অফিস : খুলনা মহানগরীর দৌলতপুরের পশ্চিম সেনপাড়া এলাকার বাসা থেকে বের হবার পর নিখোঁজ হয় মো. আলী হোসেন মিঠু। গেল তিন বছরেও সন্ধান মেলেনি তার। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে আর্তনাত ইজিবাইক চালক মো. এনামুল শিকদার রিপনের। খুলনা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে মিঠু নিখোঁজ পরবর্তী গুম মামলার আসামিদের গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তিনি।
তিনি জানান, ২০১৬ সালের ১৫ নবেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে আলী হোসেন মিঠু (২৪) কে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার দুই বন্ধু রূপসার নৈহাটী গ্রামের মো. আশরাফ সরদারের ছেলে মো. রাশেদুল ইসলাম (৩০) এবং পুর্ব বানিয়াখামার এলাকার মৃত আবসার শেখের ছেলে মো. রিয়াজুল ইসলাম আহাদ (৩৫)। তাদের দুইজনের সাথে মিঠু এফজেট মোটরসাইকেল নিয়ে বাইরে যায়। এরপর রাতে সে বাসায় না ফেরায় ও তার মোবাইল ফোন বন্ধ পেয়ে তার মা-বাবা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে। পরে রাশেদুল ও রিয়াজুলের কাছে মিঠুর কথা জিজ্ঞাসা করলে তারা কিছু জানে না বলে সাফ জানিয়ে দেয়। অবশেষে নিখোঁজের ১৩ দিন পর মিঠুর পিতা মো. এনামুল হক রিপন ছেলেকে অপহরণের অভিযোগে দৌলতপুর থানায় মো. রাশেদুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম আহাদ ও তার স্ত্রী আঁখি আক্তারের নামে মামলা দায়ের করেন (নং-১৯)। থানা পুলিশ দীর্ঘদিন তদন্ত শেষে মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তে রয়েছে। কিন্তু এখনো মিঠু বা তার সাথে থাকা মোটরসাইকেলের সন্ধান মেলেনি। ছেলের ছবি পকেটে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছে সন্তানহারা পিতা।