নাটোরে দুই মাথা এক হাত ও এক পা বিশিষ্ট শিশুর জন্ম
নাটোর সংবাদদাতা: নাটোরের গুরুদাসপুরে দুই মাথা, এক হাত ও এক পা বিশিষ্ট অদ্ভুদ আকৃতির এক শিশুর জন্ম দিয়েছেন রুপালি বেগম (২৫) নামের গৃহবধূ। গুরুদাসপুর পৌর সদরের নারায়নপুর মহল্লার আমির হামজার স্ত্রী রুপালি।
স্থানীয় বেসরকারি হাজেরা ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টারের চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেলের সফল অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিন্তু শিশুটি ছেলে না মেয়ে তা বোঝা যায়নি।
রুপালির স্বামী আমির হামজা জানান, বিয়ের এক বছর পর এটাই তাদের প্রথম সন্তান। প্রসব ব্যাথার কারণে উপজেলার হাজেরা ক্লিনিকে তার স্ত্রীকে ভর্তি করেন। রোববার বিকেল সাড়ে চারটায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল তার অপারেশন করেন।
অপারেশনের পরে দেখা যায়, সদ্য জন্ম নেয়া শিশুটির দুই মাথা, এক হাত ও এক পা। এসময় অদ্ভুদ আকৃতির এই শিশুটিকে এক নজর দেখতে ক্লিনিকের সামনে শতশত লোকের ভিড় জমে।
হাজেরা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, অপারেশনের পর শিশু ও শিশুর মা দুজনই সুস্থ্য আছেন।