ঢাকা, বুধবার 04 October 2023, ১৯ আশ্বিন ১৪৩০,১৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

মীরাক্কেল তারকা মীরের আত্মহত্যার চেষ্টা!

সংগ্রাম অনলাইন ডেস্ক: একবার দুইবার নয়, গত দুই বছরে ৪বার আত্মহ’ত্যা করার চেষ্টা করেছেন জনপ্রিয় টিভি শো ‘মীরাক্কেল’ তারকা মীর আফসার আলী। ৮৭টি ঘুমের ও’ষুধ খেয়েছিলেন এক রাতেই। নিজেই পৃথিবীর আলো ছেড়ে হারিয়ে যাওয়ার জন্য তার এই আত্মহ’ত্যার প্রচেষ্টা। মীর নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন এসব। বারবারই মৃ’ত্যুর কাছ থেকে ফিরে এসেছেন তিনি।

মীর বলেন, ‘গত দু’বছরে আমি চারবার সুইসাইড অ্যাটেম্পট করেছি। চারবারের মধ্যে তিনবার আমাকে আনোয়ার শাহ রোডের হসপিটালে ভর্তি করা হয়েছিল। চারবারের মধ্যে একবার তো আমি নিজের বাড়িতে সুইসাইড অ্যাটেম্পট করতে গিয়েছিলাম।’

৮৭টি ঘুমের অ’ষুধ খেয়ে ফিরে আসার অভিজ্ঞতা শেয়ার করে মীর বলেন, ‘বাসায় যখন জানতে পারলো আমার এই অবস্থা। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃ’ত্যুর মুখ থেকে ফিরে আসি। সেইবার আমার মনে হয়েছিল আমি বোধহয় আর ফিরব না। তারপর কাউন্সেলিং হয়েছিল, ও’ষুধ খাওয়া শুরু হল। আমাকে বাড়ির লোক আমেরিকা পাঠিয়ে দিয়েছিল ছুটিতে।’

নাম যশ টাকা কোনো কিছুর অভাব নেই। তবুও কেন এমন পথ বেছে নেন মীর? এই তারকা বললেন, ‘সব কিছু রয়েছে আমার। আল্লাহ সব কিছু দিয়েছেন। আমি যা যা কিছু স্বপ্নেও ভাবতে পারিনি সে সব কিছু আমার দখলে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিছু একটার পেছনে ছুটতে থাকা, কিছু একটা তাগিদ, কোনও একটা জেদের বশে, করেছি এই কাজ।’

না আর এই পথে পা বাড়াতে চান না মীর। বরং মানুষকে আত্মহ’ত্যা থেকে ফেরানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি।

মীর বলেন, ‘এরকম সুইসাইডের চিন্তা যদি কখনও মাথায় আসে, তাহলে সঙ্গে সঙ্গে কাছের কোনও মানুষকে বলে ফেলুন। পাশে কেউ না থাকলে তাকে ফোন করে কথাটা বলুন। সেই মানুষটির সঙ্গেই কথা বলবেন যিনি আপনাকে অপমান করবেন না। যারা ডাক্তার বা মনোবিদের সাহায্য নিচ্ছেন, তাদের পায়ে পড়ে বলছি, কিছু লুকোবেন না ডাক্তারের কাছে।’

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ