ঢাকা, শুক্রবার 24 March 2023, ১০ চৈত্র ১৪২৯, ১ রমযান ১৪৪৪ হিজরী
Online Edition

শিশুর মনের ভাব ও অনুভূতি জানাতে আসছে ‘বেবি অ্যাপ’

সংগ্রাম অনলাইন ডেস্ক:নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক শিশুর মনের ভাব ও অনুভূতিগুলো সহজে বুঝানোর জন্য আবিষ্কার করেছেন ‘বেবি অ্যাপ’।

এই অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বাচ্চার মনের অবস্থা সহ তাঁদের অনুভূতি। 

এবিষয়ে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা এলিজাবেথ মিন্স জানান, একজন মা সবসময় তাঁর বাচ্চার মনের অবস্থা ও গতিবিধি বুঝতে চান কিন্তু সবসময় তাঁরা সফল হতে পারেননা। কিন্তু এবার থেকে সমস্ত মায়েরাই তাঁদের বাচ্চার অনুভূতি বুঝতে পারবেন এই বিশেষ অ্যাপের মাধ্যমে। সেকারণেই এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে ‘বেবি অ্যাপ’।

জানানো হয়েছে, মায়েরা তাঁদের স্মার্ট ফোনে এই অ্যাপটি ডাউনলোড করলে খুব সহজেই তাঁরা তাঁদের বাচ্চার ভাব-ভাবনা ও অনুভূতির বিষয়টি জানতে পারবেন। তবে যারা নতুন মা হয়েছেন তাঁদের জন্য এই অ্যাপটি বেশি কার্যকরী বলে মনে করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে যেমন একটি বাচ্চার অনুভূতি ও ভাবনা জানা যাবে ঠিক তেমনই এই অ্যাপ বাচ্চার বাবা মাকে তাঁর শিশুর মানসিক বিকাশ সম্পর্কেও একেবারে নির্ভুল তথ্য জানাবে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, বাজারে আসা সমস্ত অ্যাপকে পেছনে ফেলে আত্মপ্রকাশ করতে চলেছে এই ‘বেবি অ্যাপ’।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ