বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা: জৈন্তাপুরে বন্যার পানিতে ডুবে কামরুল ইসলাম ফাহিম ১৯ মাসের শিশুর অকাল মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি বুধবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামের নানার বাড়ির চতুর দিকে বন্যার পানির মধ্যে তলিয়ে গেলে বাড়ির লোকজনের অগোচরে পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। সে হেমু ভাটপাড়া গ্রামের মোঃ আব্দুল্লাহ’র পুত্র। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কামরুল ইসলাম ফাহিম বালিপাড়া গ্রামে তার মায়ের সঙ্গে নানা বাড়ি থাকতো। গত বুধবার খেলা করতে গিয়ে পরিবারের সদস্যদের আড়ালে বাড়ির আঙ্গিনায় বন্যার পানিতে পড়ে যায়, অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে ঘরের পাশে বন্যার পানিতে ফাহিম কে ভেসে থাকতে দেখে যায়। পরে থাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।