নাটোর চিনিকলে খামার দিবস পালিত
নাটোর সংবাদদাতা: নাটোরে আধুনিক কলাকৌশল প্রয়োগে আখচাষ, ডি-ট্রাসিং ঝাড়বাধা এবং আইপিএম পদ্ধতিতে পোকাদমন ও বিভিন্ন পদ্ধতি প্রদর্শনীর উপর সোমাবার খামার দিবস অনুষ্ঠিত হয়েছে। নাটোর চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে মিলগেট সাবজোন ও ঘোড়াগাছ দক্ষিণপাড়া মাঠে খামার দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এস.এম. আইসি’র পরিচালক (উন্নয়ন ও গবেষনা) কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন ও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ.এফ.এম জিয়াউল ফরুক। আখের উৎপাদনের ওপর বক্তব্য রাখেন, অর্থ ব্যবস্থাপক জামান সিপিই প্রধান মোঃ আখতার হোসেন, জিএম (কৃষি) মোঃ রুস্তম আলী, ডিজিএম মোঃ তারেক ফরহাদ ও মিলগেট ও বাসুদেবপুর সাবজোন প্রধান মোঃ আব্দুল কুদ্দুস সুমন, বিশিষ্ট আখচাষী মোসলেম উদ্দিন। খামার দিবস অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, সি ডি এ, সি আই সি, আখচাষীসহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।